রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ছিনতাইয়ের ঘটনায় রুমি নামের এক জনকে আটক করেছে পুলিশ। মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আরিফ হোসেন (২৮ এপ্রিল) ভোর সাড়ে ৪টার সময় বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলের সামনে ছিনতাইয়ের শিকার হয়েছে । এই ঘটনায় নতুন বুধপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে রুমিকে ১ নম্বর আসামি করে ৩ জনের নামে মামলা করেন তিনি। অন্য দু’জন হলেন মৃত. সিরাজুলের ছেলে রাজু এবং রাব্বি।
আজ বেলা ১১টায় তথ্যটি নিশ্চিত করেছেন রাজশাহী পুলিশের অতিরিক্ত উপকমিশনার একরামুল হক। তিনি বলেন, নিজেকে বাঁচাতে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি হয় এই ছিনতাইকারী। ছিনতাইয়ের অভিযোগে ৩ জনকে আসামি করে একটি মামলা করা আছে। সেই প্রেক্ষিতে ১ নম্বর আসামি রুমিকে আটক করা হয়েছে এবং তিনি ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। এদিকে তার সঙ্গীদেরও আটকের প্রক্রিয়া চলমান আছে।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক জানায়, ভোরে ছিনতাইয়ের পর ঘটনাটি আমাকে ভুক্তভোগী জানায়। তাকে থানায় মামলা করতে বলা হয়েছে। এবং এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশকে জানানো হয়েছে বলেও জানা গেছে।