February 6, 2025, 2:24 pm

রাজশাহী নগরীর চিহ্নিত নারী প্রতারক জাকিয়া গ্রেফতার

নাঈম হোসেন,স্টাফ রিপোর্টার :
রাজশাহী নগরীর চিহ্নিত নারী প্রতারক (জাকিয়া) গ্রেফতার

রাজশাহী নগরীর আমবাগান এলাকার চিহ্নিত প্রতারক জাকিয়াকে গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

কিছুদিন আগে রাজশাহীর উদ্যোক্তা নামক একটি ফেসবুক পেজ থেকেও এই নারী প্রতারক জাকিয়ার নামে একটি স্ট্যাটাস দেওয়া হয়েছিল। সেখানে তার প্রতারনার শিকার একজন এই পোস্টটি করেছিল।

এবং তার সাথে যে-ভাবে প্রতারণা করা হয়েছে সেটি সেই স্ট্যাটাসে তুলে ধরেছিল একজন উদ্যোক্তা। এবং যাতে করে আর কোন উদ্যোক্তাকে এই প্রতারকের প্রতারণার ছোবলে রাস্তায় না নামতে হয় সেই বিষয়েও সতর্ক করা হয়েছিল।

এর কাজ রাজশাহীতে বিভিন্ন উদ্যোক্তাদের কাছে থেকে জামা কাপড় কেনার নাম করে তাদের বাসায় গিয়ে তার মিষ্টি কথায় তাদের গলিয়ে তাদের কাছ থেকে ২০ হাজার ৪০ হাজার টাকার বিভিন্ন রকম জামাকাপড় কাল বা বিকেলে দিচ্ছি বলে নিয়ে আসে। এর পরে টাকার জন্য তার কাছে যাওয়া হলে বিভিন্নভাবে বুঝিয়ে পাওনাদারদের পাঠিয়ে দেয়।

কিন্তু এভাবে ঘুরাতে ঘুরাতে আর কাউকেই টাকা ফেরত দেয় না সে। এবং জানা যায় কিছুদিন আগেও তার বাসায় প্রায় ৩০ জন পাওনাদার গিয়ে তার সাথে চিল্লাচিল্লি ও পুলিশে দেওয়ার কথা বলেও তাদের টাকা ফেরত পায়নি তারা।

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক এলাকাবাসী জানাই এই জাকিয়া তো অনেক বড়ো প্রতারক। প্রায় প্রতিদিনি তার বাসায় ১০/১৫ জন পাওনাদার এসে টাকার জন্য চিল্লাচিল্লি করে যায়।

তার প্রতারণার শিকার কতজন হতে পারে ও কত টাকা প্রতারণা করেছে এই নারী সে বিষয়ে জানতে চাইলে তারা বলেন সঠিক তো বলতে পারবো না তবে প্রতিদিন যেভাবে মানুষ টাকার জন্য আসে আনুমানিক তো ২০০ মানুষ হবেই। এবং টাকার পরিমাণ তো যেভাবে শুনছি কারো কাছে ৩০ হাজার কারো কাছে ৪০ হাজার এতে করে তো প্রায় অর্ধকোটি টাকা হবেই।

এছাড়াও Romman Raees Nishad নামক এক ফেসবুক আইডি থেকে একটি কমেন্টে দেখাযায় তিনি লিখেছেন, এই মহিলার নাম,জাকিয়া,, ইনি একজন মাদক ব্যবসায়ি,,এই মহিলা বিভিন্ন কাপড় উদ্দগতাদের টার্গেট করে তাদের কাছে বাকিতে মালামাল নিয়ে পরবর্তীতে টাকা আর ফেরত দেইনা,,এর বাসার সামনে প্রতিদিন অনেক মানুষ টাকার জন্য জাই,,সবাইকে নারি নির্জাতন মাললার ভয় দেখাই,,এতোটাই ভয়ংকর এই মহিলা,, রাজশাহীর প্রতিটা এলাকার অনেক মানুষ এর দ্বারা প্রতারিতো হয়েছে, তাই সবাই চিনে রাখুন,,,বাসা বর্নালি মোড়, স্বামী নামঃ মনা।

তার কমেন্টের একটি স্কিনশট দেওয়া হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ