February 11, 2025, 2:09 am

রাজশাহীতে যুবলীগের সম্মেলনের ব্যানার ফেস্টুনে বঙ্গবন্ধুকে ছাপিয়ে ‘নেতা’দের আত্মপ্রচার

স্টাফ রিপোর্টার :
রাজশাহীতে যুবলীগের সম্মেলনের ব্যানার ফেস্টুনে বঙ্গবন্ধুকে ছাপিয়ে 'নেতা'দের আত্মপ্রচার

প্রায় দুই দশক পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। আর এ সম্মেলনকে ঘিরে পোষ্টার,ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো রাজশাহী মহানগরী। কে হবেন সভাপতি-সাধারণ সম্পাদক তা নিয়ে চলছে নানা গুঞ্জন। তবে শেষ মুহূর্তে এসে সম্মেলনের প্রচার পোষ্টার, ফেস্টুনের-ব্যানারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ক্ষুদ্রাকৃতির ছবি ব্যবহার করলেও নিজেদের বিশাল আকৃতির ছবিই ব্যবহার করতে দেখা গেছে পদ প্রত্যাশী নেতাকর্মীদের। যা যুবলীগের সম্মেলন বঙ্গবন্ধুকে ছাপিয়ে ‘নেতা’দের আত্মপ্রচার বলে মন্তব্য করছেন অনেকে। অথচ পোস্টার-ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছাড়া অন্য কারও ছবি ব্যবহার না করতে গত ২০১৫সালের ডিসেম্বরে দলের সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম একটি নির্দেশনা জারি করেছিলেন। তাৎক্ষণিকভাবে এই নির্দেশনা সারাদেশের নেতাকর্মীদের কাছে পাঠানোও হয়েছিলো। নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজশাহী মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের এসব ব্যানার-পোস্টার-ফেস্টুনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট আকারের ছবি ছাপিয়ে ছোট নেতাদের বড় আকারের ছবি লক্ষ করা যাচ্ছে। যা অনেকটাই দৃষ্টিকটু।

সম্প্রতি রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে এমন শত শত ব্যানার-পোস্টার-ফেস্টুন দেখা যায় বিভিন্ন সড়ক এবং অলি-গলিতে। নগরজুড়ে যুবলীগের অনেক নেতাকর্মী নিজেদের ছবি বড় আকারে দিয়ে পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগালেও এর মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের রাণীবাজারস্থ রাজনৈতিক কার্যালয়ের সামনে রাজশাহী মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: মুকুল শেখের বিশাল আকৃতির প্রচার ব্যানারটি। ব্যানারে বামে এক কোনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,শেখ ফজলুল হক মনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ব্যানারের ডানে এক কোনায় জাতীয় চার নেতার অন্যতম শহীদ কামারুজ্জামান হেনা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান এর ছবি। আর মোঝখানে বড় করে তার ছবি দিয়ে প্রচার ব্যানার সাটানো। যা অনেকটাই দৃষ্টিকটু।

রাজশাহীতে যুবলীগের সম্মেলনের ব্যানার ফেস্টুনে বঙ্গবন্ধুকে ছাপিয়ে 'নেতা'দের আত্মপ্রচার

নিজের এমন বড়ো ছবি প্রচার ব্যানারে সাটানো বিষয়ে জানতে চাইলে সাধারণ সম্পাদক পদপ্রার্থি মুকুল শেখ বলেন,আমার ছবি আমি কিভাবে দেবো সেটি আমার ব্যাক্তিগত বিষয়। আর এমন ছবি দিয়ে ব্যানার তৈরিতে কোন সমস্যা থাকলে আমার দল আমাকে অবগত করবে। আপনি কেন এসব বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছেন। দলীয় ব্যানার ফেস্টুনে ছবি ব্যবহার বিষয়ে নিয়ম নীতির বিষয়ে তিনি অবগত নন বলে জানান এই প্রার্থি।

এমন বড় ছবি প্রচার ব্যানারে সাটানো বিষয়ে জানতে চাইলে স্থানীয় কয়েকজন আওয়ামীলীগ নেতারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছোট বা বড় করে দেওয়া বা না দেওয়ায় কিছু যায় আসে না। বঙ্গবন্ধু সমগ্র বাঙালির হৃদয়ের মনি কোঠায় আছেন। তবে বঙ্গবন্ধুর আদর্শের দল আওয়ামী লীগের যে নেতাকর্মীরা এসব ব্যানার বা পোস্টার ছাপাচ্ছেন এবং সেখানে বঙ্গবন্ধুর ছবিকে ছোট করে দিয়ে, নিজেদের ছবি বড় করে দিয়ে আত্মপ্রচার করছেন, এটা তাদের রুচির পরিচয়। এদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শের বিন্দুমাত্র ছিটেফোঁটা নেই।

ছবি ব্যবহারের নির্দেশনার বিষয়ে আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতা বলেন, ছবি ব্যবহার করা নিয়ে দলীয়ভাবে আরও কড়া সিদ্ধান্ত নেওয়া হবে। এগুলো আসলে নেতাদের অতি উৎসাহী অনুসারীরা করে থাকে। তারা নেতার পাশে ছবি ব্যবহার করে নিজেদের প্রচারণায় আনতে চায়। তিনি বলেন, ‘এটা যেমন ছোট নেতারা মানছেন না, তেমনি বড় নেতারাও মানেন না। এটা হতাশাজনক।’ তিনি বলেন, এ ব্যাপারে সবারই সচেতন হওয়া জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ