জাতীয় দৈনিক ‘দৈনিক জাতীয় অর্থনীতি’ পত্রিকার প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর রানিবাজারে অবস্থিত পত্রিকার রাজশাহী ব্যুরো অফিসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান মো: নুরে ইসলাম মিলনরে সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদক জনাব আবুল বাশার মজুমদার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার ব্যাবস্থাপনা সম্পাদক মো: রাসেল ইসলাম,বার্তা সম্পাদক মোহা: জহুরুল ইসলাম।
মতবিনিময় সভায় পত্রিকার মানোন্নয়নে প্রতিনিধিরা তাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রদান করেন। সভায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন সময় প্রশিক্ষনের ব্যবস্থা করা, বিভিন্ন ক্যাটাগরিতে সাংবাদিকদের বাৎসরিক মূল্যায়ন ও সম্মাননা প্রদান সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
মতবিনিময় সভায় উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদক জনাব আবুল বাশার মজুমদার বলেন, পত্রিকা আনুষ্ঠানিক পথচলা শুরু করার পর থেকে বিভিন্ন আলোচিত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এরই মধ্যে সর্বস্তরের পাঠকের জনপ্রিয় পত্রিকা হিসেবে স্থান করে নিয়েছে ‘দৈনিক জাতীয় অর্থনীতি’। এছাড়াও একাধিক সংস্করণের কারণে স্থানীয় সংবাদ গুরুত্ব পাওয়ায় খুব দ্রুত সময়েই ‘দৈনিক জাতীয় অর্থনীতি’ দেশসেরা জাতীয় দৈনিক হিসেবে স্থান করে নিয়েছে।
তিনি বলেন ‘দৈনিক জাতীয় অর্থনীতি’ এখন আর শুধু কাগজে নয় অনলাইনেও ইতোমধ্যে পাঠকদের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছে। সেই সাথে সুষ্ঠ সুন্দর সমাজ বিনির্মানে সহায়ক হিসেবে এ পত্রিকা সাহসী ও কার্যকরী ভূমিকা রাখছে বলে আমি মনে করি। সর্বশেষে তিনি উপস্থিত পত্রিকার সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি “সংবাদ পত্র ও সাংবাদিকতা” বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা ও সাংবাদিকতার ক্ষেত্রে সংবাদকর্মীদের যে কোন সমস্যায় পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় পত্রিকার রাজশাহী জেলা প্রতিনিধি মো: হুমায়ুন কবীর, মহানগর প্রতিনিধি মো: শহিদুল ইসলাম ,ফটো সাংবাদিক রাজশাহী হিসেবে মো: সিরাজুল ইসলাম রনি, সংবাদ২৪ঘন্টা অনলাইন পত্রিকার চেয়ারম্যান ফাহমিধা আফরীণ,জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের যুগ্ম সম্পাদক মো: নাঈম হোসেন,দপ্তর সম্পাদক মো: সুরুজ আলী,সহ-দপ্তর সম্পাদক জি.আর রনক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাজনুভা তাজরিন অভি,জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাকার সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ,মহিলা বিষয়ক সম্পাদক মোসা: সোনিয়া খাতুন,সাংবাদিক হাসান মৃধা, মুকিত ইসলাম শুভ প্রমুখ।