নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি দিয়েছে ছাত্রদল। সোমবার বিকেলে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এমদাদুল হক লিমনের সভাপতিত্বে নগরীর আলুপট্টিতে এই অবস্থান কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে ছাত্রদল নেতা লেমন বলেন, দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির ঘোষণা করেছে। তাদের কোন নেতাকর্মীর দেখা পাওয়া যাচ্ছে না। তবে যেখানেই দেখা যাবে সেখানেই ছাত্রলীগেকে ধোলাইয়ের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে রাজশাহী মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।