পবিত্র রমজান মাসে রাজশাহী মহানগরীর যানবাহন নিয়ন্ত্রণে নিয়োজিত মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ সদস্যদের সম্মানে রমজান মাসজুড়ে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি করেছে বিট অব বেঙ্গল গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর জনাব এ.কে.এম সামসুল ইসলাম উজ্জ্বল । এই তীব্র তাপদাহে ও পবিত্র রমজান মাসে আমাদের সম্মানিত ট্রাফিক পুলিশ সদস্যদের কষ্ট বিবেচনায় এনে তাদের মাঝে পুরো রমজান ব্যাপী এই ইফতার সামগ্রী বিতরন কার্যক্রম অব্যাহত রেখেছেন। এরই অংশ হিসেবে আজ বুধবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি উপ কমিশনার ট্রাফিক অনির্বাণ চাকমার হাতে ইফতার সামগ্রী তুলে দেন বিট অব বেঙ্গল গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর জনাব এ.কে.এম সামসুল ইসলাম উজ্জ্বল । রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন ট্রাফিক পয়েন্টে কর্তব্যরত ট্রাফিক পুলিশের মাঝে এসকল ইফতার সামগ্রী বিতরণ করা হবে।