রাজশাহী জেলার মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার ২ নং ওয়ার্ডের রায়ঘাটী গ্রামের শিবনদীর ধারে ধানী জমির উপর মাহাবুর রহমান রাসেল (২৬) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সে কেশরহাট বাজারের লন্ডী মামুনের একমাত্র ছেলে।
গতকাল শুক্রবার (২ জুন) রাতে সে বাড়ি থেকে বের হন পরো আর ফিরে যান নি। পরদিন ৩ জুন শনিবার সকালে স্থানীয়রা শিবনদীর পাড়ে তার মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল ৭ বছর আগে বিয়ে করেন। বিবাহের পর থেকেই অসুখী তাদের দাম্পত্য জীবন। স্বামী-স্ত্রীর মধ্যে অধিকাংশ সময় কলহ-বিবাদ লেগেই থাকত। সম্প্রতি স্ত্রী রাসেলকে ছেড়ে বাবার বাড়ী চলে গেছেন।
এবিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ বলেন, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি। মৃতদেহের ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।