February 11, 2025, 1:40 am

ভাইরাল নয়, আমি আসলে টিকে থাকায় বিশ্বাসী : পূজা

বিনোদন ডেস্ক :-
ভাইরাল নয়, আমি আসলে টিকে থাকায় বিশ্বাসী : পূজা

সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের একজন বাঁধন সরকার পূজা। প্রায় দেড় যুগের ক্যারিয়ারে গান গেয়েছেন অসংখ্য। সংগীত ক্যারিয়ারে পূজার যতগুলো জনপ্রিয় মৌলিক গান রয়েছে তার প্রজন্মের খুব বেশি শিল্পীর তা নেই। তার বেশ কিছু গান রয়েছে যেগুলো এখনো মানুষের মুখে মুখে ফেরে।

এর মধ্যে রয়েছে ‘তুমি দূরে দূরে’, ‘তোমার আমার ভালোবাসা’, ‘মানে না মন’, ‘কেন বারে বারে’, ‘একটাই তুমি’ ‘এত কাছে’সহ অন্যান্য। নতুন বছরে নতুন গান নিয়ে আসছেন এই শিল্পী। গান ও সমসাময়িক বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছে বিনোদন।
 

নতুন বছরে নতুন গান 

নতুন বছরে এখন পর্যন্ত আমার কোনো গান আসেনি।

আমার শ্রোতা-ভক্তদের জন্য সারপ্রাইজ গান নিয়ে আসছি, যেটা তাদের ভালো লাগবে। সচরাচর তারা আমাকে যেভাবে গাইতে শুনে এটা একদমই এরকম না। একটু ভিন্ন রকম আমেজেই তৈরি। সেটা আমার গায়কীর ক্ষেত্রেও, এমনকি ভিডিওর ক্ষেত্রেও।
দুই ভাবেই শ্রোতারা সারপ্রাইজ হবেন বলে আমার বিশ্বাস। গানের শিরোনাম ‘এক জনমে হাজার মরণ’। ফোক ফিউশন ধারার গানটির কথা লিখেছেন রাকিব হাসান রাহুল এবং সুর-সংগীত পরিচালনা করেছেন অদিত রহমান। 

একক গানে সরব, নাটকের গানেও

অডিও গানের পাশাপাশি নাটকের গানও করা হচ্ছে। ভালোবাসা দিবসে এই গানটি (এক জনমে হাজার মরণ) ছাড়াও বেশ কিছু নাটকে ভয়েজ দিয়েছি।

সেগুলো আসার কথা রয়েছে। 

Puja

ব্যস্ততা বেড়েছে প্লে-ব্যাকে

প্লে-ব্যাকে এখন বেশ ভালোই ব্যস্ততা। গত দুই বছরে অডিও গানের চেয়ে প্লে-ব্যাকেই বেশি কাজ করা হয়েছে। যেহেতু আমার অডিও গানের সংখ্যা অনেক বেশি তাই ২০২২ সালের পর সিদ্ধান্ত নিয়েছিলাম যে এখন প্লে-ব্যাকেই বেশি ফোকাস করব এবং সেটাই করেছি। গত দুই বছরে বেশ কিছু সিনেমার গান করেছি যেগুলোর কিছু প্রকাশ হয়েছে এবং আরো কিছু বাকি রয়েছে। নাকফুল, করপোরেট এবং লাইফ ইজ বিউটিফুল সিনেমাগুলোতে গান রয়েছে। এগুলো হয়তো সামনে রিলিজ হবে।

ট্রেন্ডি গানে অনীহা

ট্রেন্ডি বিষয়টা একদম আলাদা। আবার ভাইরালের ক্ষেত্রে ভালো-মন্দ দুটোই আছে। আজকে কোনো গান ভাইরাল হলে কিছুদিন পর সেটা আর থাকে না, পরে আবার নতুন কিছু আসে। এটার কোনো স্থায়িত্ব নেই। ভাইরাল নয়, আমি আসলে টিকে থাকায় বিশ্বাসী। ট্রেন্ড বা ভাইরাল আমাকে টানে না। আমি চাই যখন আমি থাকব না তখনো যেন আমার গান মানুষ শুনে, গানগুলো বেঁচে থাকে। সস্তা কিছু করে ট্রেন্ডে থাকা কিংবা এক লাফে ওপরে উঠার ইচ্ছা আমার কখনোই ছিল না। আমি হচ্ছে কচ্ছপের মতো, ধীরে ধীরে এগিয়ে যেতে চাই। ভালো গান করলে শ্রোতারাই খুঁজে খুঁজে আমার গান শুনবে।

Puja-!

টিকে থাকার গান

গান হিট হবার বিষয়টা একদমই লাক (ভাগ্য) আর টিকে থাকার ক্ষেত্রে গানের কথা, সুর এবং সংগীত খুব বেশি গুরুত্বপূর্ণ। কারণ এগুলো সমষ্টিগত কাজ, এরমধ্যে কোনো একটাতে যদি কমতি থাকে তাহলে সেটা আর হয় না। আমরা এমন অনেক গানই নিয়মিত শুনি, যেগুলো অনেক পুরনো। এর কারণ হচ্ছে সেই গানগুলো আমাদের ভেতরে নাড়া দেয়। এটা খুব গুরুত্বপূর্ণ। যে গানগুলো আমাদের ভেতরে নাড়া দেয় সেগুলো টিকে যায়। আর এখনকার সময়ের সেই গানগুলোই টিকছে না যেগুলো মানুষ ভাইরাল হওয়ার আশায় করছে।

বিয়ের সুখবর

আমি এখন শুধু আমার কাজ নিয়েই ব্যস্ত। বিয়ে, সংসার নিয়ে এখন কিছু ভাবছি না। এখনই বিয়ে করতে হবে, এ রকম ইচ্ছে নেই আমার। পুরোটা পরিবারের ওপর ছেড়ে দিয়েছি। তারা যদি মনে করে বিয়ে করা উচিত তাহলে তারা জানাবে এবং সেটাই করব। তবে আমার পরিবার এখন আমাকে বিয়ে নিয়ে তেমন কিছু বলেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ