February 9, 2025, 8:50 am

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে দেড় হাজার বিঘা জমির ধান

সিরাজগঞ্জ অফিস :
বৃষ্টির পানিতে তলিয়ে গেছে দেড় হাজার বিঘা জমির ধান

সিরাজগঞ্জের তাড়াশে বৃষ্টির পানিতেই তলিয়ে গেছে প্রায় দেড় হাজার বিঘা জমির ধান। পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে এসব জমির পাকা ধান তলিয়ে গেছে বলে ভুক্তভোগী কৃষকরা জানিয়েছেন।
চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলার বারুহাঁস ইউনিয়নের কুসুম্বী এলাকার বিস্তীর্ণ মাঠে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা।

ভুক্তভোগী কৃষকরা জানান, রোববার (২১ মে) থেকে মঙ্গলবার (২৪ মে) পর্যন্ত টানা তিন দিনের বৃষ্টিতে কুসুম্বী এলাকার বিস্তীর্ণ মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের ক্যানেলগুলো বন্ধ থাকায় তলিয়ে যায় ক্ষেতের পাকা ধান। ফলে তারা ধান কেটে ঘরে নিতে পারছেন না। অপরদিকে শ্রমিক সংকটের কারণে আরও বিপাকে পড়েছেন এ অঞ্চলের শত শত কৃষক।

বারুহাঁস ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. ময়নুল হক বলেন, কুসুম্বী মাঠের পানি নিষ্কাশনের বেশ কিছু ক্যানেল বন্ধ থাকায় এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। আমরা উদ্যোগ নিয়েছি। পানি নিষ্কাশনের ব্যবস্থা করে কৃষককে ক্ষতির হাত থেকে রক্ষার চেষ্টা চলছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, চলতি মৌসুমে এ উপজেলায় প্রায় সাড়ে ২২ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। ফলনও বেশ ভালো হয়েছে। তবে এসব ধান দ্রুত ঘরে তুলতে হবে। ইতোমধ্যে উপজেলার অনেক স্থানেই ধান কেটে ঘরে তুলেছেন কৃষকেরা। আবার ধান কাটার প্রস্তুতি নিচ্ছেন। এ অবস্থায় জলাবদ্ধতার কারণে কিছু কৃষক সমস্যায় পড়েছেন। জলাবদ্ধ জমির ধান দ্রুত না কাটলে ধানের ক্ষতি হবে। এসব জমির পানি নিষ্কাশনে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ