February 11, 2025, 3:12 am

বিশ্ব ক্যানসার দিবস আজ

ঢাকা অফিস:
বিশ্ব ক্যানসার দিবস আজ

আজ (৪ ফেব্রুয়ারি) বিশ্ব ক্যানসার দিবস। জনসচেতনতা বাড়াতে ২০০০ সাল থেকে প্রতিবছর এই দিনে বিশ্বব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয় দিনটি। সে হিসেবে বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্যমে আজ পালিত হচ্ছে বিশ্ব ক্যানসার দিবস।

মানবদেহের সবচেয়ে জটিল ও কঠিন রোগের একটি ক্যানসার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, রোগে মৃত্যুবরণ করাদের মধ্যে বিশ্বে দ্বিতীয় সর্বাধিক মৃত্যুর কারণ ক্যানসার। প্রতিবছর এই রোগে আক্রান্ত হয়ে প্রায় এক কোটি মানুষ মারা যায়। তাই এই রোগ নিয়ে জনসচেতনতা বাড়াতে প্রতিবছর ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস হিসেবে পালিত হয়।

এবছর বিশ্ব ক্যানসার দিবসের মূল প্রতিপাদ্য ‘ইউনাইটেড বাই ইউনিক’।

বিশেষজ্ঞরা বলে থাকেন, সচেতনতা এবং সুষ্ঠু জীবনযাত্রার মাধ্যমে একটি বড় অংশ এই রোগটি থেকে নিজেদের বাঁচাতে পারেন। তাই ক্যানসার নিয়ে আশঙ্কার বদলে সচেতনতার প্রসার বেশি জরুরি। আর সেই কারণেই, প্রতি বছর ৪ ফেব্রুয়ারি পালিত হয় বিশ্ব ক্যানসার দিবস।

চিকিৎসকরা মনে করেন, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ক্যানসার তাড়াতাড়ি ধরা পড়ে এবং সেক্ষেত্রে চিকিৎসা সহজ হয়। ক্যানসার ছড়িয়ে পড়লে শরীরের বিভিন্ন স্থানে লক্ষণ বা উপসর্গ দেখা দিতে পারে।

সাম্প্রতিক গবেষণায় জানা গেছে, দেশে বর্তমানে প্রতি লাখে ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা ১০৬ জন। এছাড়াও প্রতি বছর নতুন করে ক্যানসার আক্রান্ত হচ্ছেন ৫৩ জন। মোট মৃত্যুর ১২ শতাংশই ক্যানসারের রোগী।

আমাদের দেশে স্তন, মুখগহ্বর, জিব, খাদ্যনালি, কোলোরেক্টাল, জরায়ুমুখ ও ফুসফুসের ক্যানসার সবচেয়ে বেশি হয়। তবে আশার কথা, ৩০ থেকে ৫০ শতাংশ ক্যানসার স্বাস্থ্যকর জীবনধারা ও টিকার মাধ্যমে প্রতিরোধ করা যেতে পারে। এ ছাড়া নিয়মিত স্ক্রিনিং ও এর মাধ্যমে প্রারম্ভিক শনাক্তকরণ জীবন বাঁচায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ