February 11, 2025, 3:03 am

বিয়ে করলেন গায়ক দর্শন রাভাল

বিনোদন ডেস্ক :-
বিয়ে করলেন গায়ক দর্শন রাভাল

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী দর্শন রাভাল বিয়ের পিঁড়িতে বসেছেন। দীর্ঘদিনের বন্ধু ধারাল সুরেলিয়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন তিনি।

শনিবার (১৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি প্রকাশ করে এ সুখবর জানিয়েছেন গায়ক নিজেই।

বিয়ের আগে থেকেই দর্শন ও সুরেলিয়ার পরিচয় ছিল। বন্ধুত্ব থেকে প্রেম, এরপর বিয়ে। দর্শনের স্ত্রী পেশায় একজন আর্কিটেক্ট। পাশাপাশি তিনি একজন প্রফেশনাল ডিজাইনার ও উদ্যোক্তাও।

এর আগে দর্শন রাভাল ২০১৪ সালে ‘ইন্ডিয়াস র স্টার’ রিয়েলিটি শোতে অংশগ্রহণের পর জনপ্রিয়তা লাভ করেন। এরপরই  তিনি ‘সনম তেরি কসম’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘লাভযাত্রী’, ‘তেরা সুরুর’র মতো সিনেমায় প্লেব্যাক করেন।

তার কণ্ঠের শ্রোতাপ্রিয় গানের মধ্যে রয়েছে— ‘এক লাড়কি কো দেখা তো আইসা লাগা’, ‘মিত্রন’, ‘লাভ আজকাল’, ‘লুডো’, ‘চান্দু চ্যাম্পিয়ন’, ‘ইশক ভিশক রিবাউন্ড’, ‘রকি অর রানি কি প্রেমকাহান’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ