রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রোববার বিকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এবং সেই বক্তব্যের নিন্দা জানিয়ে গতকাল সোমবার বিকেলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন মহানগর আওয়ামী লীগ।
এরপরেই আজ মঙ্গলবার বিএনপি কর্তৃক একটি পদযাত্রা কর্মসূচী করার অনুমতি নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নেওয়ার জন্য গেলে রাজশাহীতে বিএনপির পদযাত্রার অনুমতি দেয়নি মেট্রোপলিটন পুলিশ। সিটি কর্পোরেশনের ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তারই ধারাবাহিকতায় আইন-শৃঙ্খলা পরিস্থিত নিয়ন্ত্রণে রাখতে নগরীতে মোতায়েন করা হয়েছে অতিরিক্তি পুলিশ।
বিশেষ করে নগরীর সাহেববাজার এলাকাসহ বিভিন্ন মোড়ে কঠোর অবস্থানে আছে আরএমপি পুলিশ।
এছাড়াও চলাচলের ক্ষেত্রেও সর্বচ্চ নিয়ন্ত্রণ করা হয়েছে। আজ বেলা ১১টার পর নগরীর বিভিন্ন মোড়ে বেরিকেট দেয়া আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম বলেন, রাজশাহীতে পদযাত্রা কর্মসূচী পালন করার অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু সিটি নির্বাচন ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কারণে তাদের কর্মসূচী পালনের অনুমোতি দেয়া হয়নি। তারা যেন অনুমোতি ছাড়া পদযাত্রা করতে না পারে সে কারণে চলাচালে সাময়িক নিয়ন্ত্রণ করা হচ্ছে।