রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটি ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। আজ মঙ্গলবার দলটির দশম জাতীয় সম্মেলনের সদস্য সচিব গোলাম মসীহ্ ও কাজী মামুনূর রশীদের যৌথ স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়।
রাজশাহী বিভাগীয় সাংগঠনিক কমিটিতে শাহাবুদ্দিন বাচ্চুকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে ১৪ জন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন, ইকবাল হোসেন, মুখলেছুর রহমান, অধ্যাপক সাইফুর রহমান সাবু, মো.কামারুজ্জামান, মো.এমদাদুল হক হোয়াইটম্যান, মো.আতাউর রহমান, শাখাওয়াত হোসেন, সোহেল রানা, সরদার জুয়েল হোসেন, এবি সিদ্দিক পল্টু, তাকাদ্দিস কাজল, খালিদ হাসান অনিক, আসাদুজ্জামান আজাদ ও ক্যাপ্টেন জাকারিয়া জয়।
এর আগে গত রোববার প্রথম দফায় তিনটি বিভাগীয় সাংগঠনিক কমিটি গঠন করেছে জাপা। সেই ধারায় আজ রাজশাহীতে নতুন সমন্বয় কমিটি ঘোষণা করা হয়।
সাত মাস পরই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে অংশ নিতে সকল দল মাঠ গোছানোর কাজ শুরু করেছে। ঠিক তেমনি নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সংগঠনকে গোছাতে দেশ জুড়ে মাঠে নামছে রওশন এরশাদ। ইতোমধ্যে গঠন করা হয়েছে সাংগঠনিক সমন্বয় কমিটি।