February 9, 2025, 9:25 am

ফিল্মি স্টাইলে রাতের অন্ধকারে ককটেল ফাটিয়ে টাকা ও সোনা লুটপাট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
ফিল্মি স্টাইলে রাতের অন্ধকারে ককটেল ফাটিয়ে টাকা ও সোনা লুটপাট

শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের বহলাবাড়ী এলাকায় প্রভাব বিস্তারের জন্য প্রতিপক্ষের হামলায় ককটেল ফাটিয়ে ৩ টি বাড়িঘর ও ২ টি দোকান ভাংচুর মোবাইল, ঘরের আসবাবপত্র, টাকা ও সোনা লুটপাট করেছে সন্ত্রাসীরা।

বাড়ির মালিক সেরাজুল সহ সবাই জানান, রানিহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আশরাফের নেতৃত্বে গত ২০ এপ্রিল বৃহস্পতিবার রাতে প্রায় ১৫০ থেকে ২০০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র, হাঁসুয়া,কান্তা, রড, চাকুসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে ভাংচুর ও লুটপাট শুরু করে।

এ সময় তারা বাসার সামনে প্রায় ৪০ টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ঘরের টিনশেড দরজা কাতার কোপ দিয়ে কেটে ফেলে , ফ্রিজ, শোকেসে, আলমারী, কারেন্টের মিটার, জানালা, আলমারীসহ ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে।

বাসার লোকজনকে প্রাণ নাশের হুমকি দেয় ও মারধোর করে। সন্ত্রাসীরা ঘরের ভেতরে ঢুকে আলমারী থেকে প্রায় ১৫ ভোরি সোনা ও নগদ ৬ লাখ ৭৫ হাজার টাকা ও মোবাইল এর দোকান হতে ৭০ টি মোবাইল লুট করে নিয়ে যায়। এসময় হোন্ডা, ট্রলিগাড়ী ও ট্রাকট্রর ভেঙ্গে ফেলা হয়।

জানা যায়, বিএনপি দলে যোগদান করতে রাজি না হওয়ায় আওয়ামীলীগ কর্মীর বাসায় হামলা করেছে রানিহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ বোমারু। তার বিরুদ্ধে একাধিক বিস্ফোরক, হত্যাসহ বিভিন্ন মামলা চলমান রয়েছে।

শিবগঞ্জ থানার ওসি জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

রানি হাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফের মুঠোফোনে একাধিক বার ফোন দিলেও তিনি প্রতিবেদকের ফোন রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ