February 9, 2025, 7:27 am

প্রথম আলোর সম্পাদক ও প্রতিবেদকের মামলা প্রত্যাহার ও বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার দাবি

জি.আর রনক:
প্রথম আলোর সম্পাদক ও প্রতিবেদকের মামলা প্রত্যাহার ও বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার দাবি

প্রথম আলো সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান ও পত্রিকাটির নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। এর আগে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে সাভারের আমবাগান এলাকার নিজ বাসভবন থেকে মঙ্গলবার ভোররাতে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে সাদা পোশাকের ব্যক্তিরা তুলে নিয়ে যায়। তুলে নেয়ার ১০ ঘণ্টা পর্যন্ত শামসের কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরেরদিন দুপুরের পর যুবলীগের এক নেতার দায়ের করা ডিজিটাল আইনের মামলায় তাকে আটক দেখিয়ে আদালতে হাজির করা হয়। মূলত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রকাশিত একটি প্রতিবেদনের কারণে শামসকে শেষ রাতে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানা যায়। ওই প্রতিবেদনে দেশের বাজার পরিস্থিতি ও নিত্যপণ্যের দাম নিয়ে একজন নিম্নাবিত্ত সাধারণ মানুষের বক্তব্য তুলে ধরা হয়েছিল।

প্রথম আলো সম্পাদকের মতো একজন বিশিষ্ট নাগরিককে এভাবে হয়রানী এবং রাতের অন্ধকারে নিজস্ব প্রতিবেদককে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে বাসা থেকে তুলে নেয়ার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। এছাড়াও সম্প্রতি ঘটে যাওয়া বেশ কয়েকটি ঘটনায় আমরা দেখতে পেয়েছি, সাংবাদিক নির্যাতনের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। ভিন্নমত ও সরকারের সমালোচনা দমনে এই আইনের লাগামহীন অপপ্রয়োগ চলছে। ফলে দেশে একটি ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে। অনেক সাংবাদিক পেশা পরিবর্তন করছেন, অনেকে দেশান্তরি হয়েছেন।

দেশে অনুসন্ধানী সাংবাদিকতা নেই বললেই চলে। ফলে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি ও লুটপাট চললেও এসব সংবাদ প্রকাশ কঠিন হতে কঠিন হয়ে যাচ্ছে। আমরা মনে করি কোনো সংবাদ প্রকাশে কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হলে তিনি প্রতিবাদ জানাতেই পারেন এবং প্রচলিত আইনে প্রতিকারও চাইতে পারেন কিন্তু এভাবে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের আইনের শাসনের পরিপন্থী। আমরা অত্যন্ত পরিতাপের সাথে স্মরণ করে দিতে চাই যে, বর্তমান সরকারের আমলে উল্লেখযোগ্য সংখ্যক গণমাধ্যম বন্ধ করা হয়েছে। ফলে শত শত সাংবাদিক কর্মচ্যুত হয়ে বেকার মানবেতর জীবন যাপন করছেন । ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ প্রয়োগ করে গণ মামলা দায়ের ও গ্রেপ্তার করার ফলে দেশে মুক্তচিন্তা, বাক স্বাধীনতা এবং স্বাধীন সংবাদ প্রকাশের ক্ষেত্রে কণ্ঠরোধ করার মতো পরিস্থিতি তৈরি করবে। আমরা ডিজিটাল নিরাপত্তা আইন অবিলম্বে বাতিল করার আহ্বান জানাচ্ছি। সেই সাথে আমরা দ্রুততম সময়ের মধ্যে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং পত্রিকাটির নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক এই মামলা প্রত্যাহারের আহ্বান জানাই। শামসের মুক্তির দাবি জানাই। একই সাথে আমরা সকল বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার জোর দাবী জানাচ্ছি।

রাজশাহীর সচেতন নাগরিকদের পক্ষে, মাহবুর মাহবুব সিদ্দিকী সভাপতি, হেরিটেজ রাজশাহী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ