February 7, 2025, 7:43 am

পিতার জিম্মায় ছাড়া পেলেন আটক আওয়ামী লীগ নেতা লিমন

জি.আর রনক

রাজশাহী সিটি করপোরেশনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুল হোসেনের বাসা থেকে মধ্যরাতে আটক আওয়ামী লীগ নেতা মীর ইশতিয়াক লিমনকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছেন পুলিশ। আজ সোমবার (১৯ জুন) সকালে তার বাবার মীর ইকবালের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। মীর ইশতিয়াক লিমন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

এর আগে রোববার রাত ৯টার দিকে নগরীর সাগরপাড়া এলাকায় আবুল হোসেনের বাসায় যান মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক লিমন। তখন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে বাসায় অবরুদ্ধ করেন। এরপর রাত ১২টার দিকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমান জানান, গতকাল রোববার রাতে স্থানীয়রা মোটা অংকের টাকা লেনদেনের অভিযোগ তুলে নির্বাচন কর্মকর্তা ও লিমনকে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ তাকে জিজ্ঞাসা করার জন্য আটক করে। ঘটনাস্থল তল্লাশি ও তাদের কাছ থেকে কোনো টাকা পাওয়া যায়নি। তাই সকালে তার বাবার জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ