February 11, 2025, 1:51 am

পারিশ্রমিক নিয়ে ঝামেলা করা রাজশাহীর মালিক, ‘আমরা সবসময় বোনাস দিই’

স্পোর্টস ডেস্ক :
পারিশ্রমিক নিয়ে ঝামেলা করা রাজশাহীর মালিক, 'আমরা সবসময় বোনাস দিই'

এবারের বিপিএলের সবচেয়ে আলোচিত সমালোচিত দল দুর্বার রাজশাহী। মাঠের চেয়ে মাঠের বাইরের নানা বিতর্কে বারবার উঠে এসেছে ফ্র্যাঞ্চাইজিটির নাম। পারিশ্রমিক বকেয়া ইস্যুতে দলটির বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বর্জনের মতো ঘটনাও ঘটেছে। কিন্তু সেসব পাশ কাটয়েই টানা তিন জয়ে দারুণ ছন্দে রাজশাহী। প্লে-অফের দৌড়েও অনেকটাই এগিয়ে গেছে পদ্মাপাড়ের দলটি। 

গতকাল সিলেটকে হারানোর পর দলটির মালিক শফিকুর রহমান ব্রডকাস্ট চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে পারিশ্রমিক জটিলতাসহ অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছেন। একসময় তলানিতে থাকা রাজশাহীর ঘুরে দাঁড়িয়ে প্লে-অফের দৌড়ে উঠে আসা নিয়ে তিনি বলেন, ‘আমাদের মাথাতেই ছিল যে আমরা (শেষ চারে) যাব। মানুষ অনেক কথা বলেছে, তবে আমরা বদ্ধপরিকর ছিলাম। আমরা দেখিয়ে দেব। বিদেশি খেলোয়াড়দের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, তবে আমাদের ছেলেরা তো আছেই।’

পারিশ্রামিক বকেয়া রাখা নিয়ে বারবার আলোচনায় আসা রাজশাহীর মালিক বললেন, ‘আমরা সব সময় বোনাস দিই, ঘোষণা শুনবেন।’ প্রথম দিকে রাজশাহীর অধিনায়ক ছিলেন এনামুল হক বিজয়। যদিও পরে নেতৃত্ব দেওয়া হয় তাসকিন আহমেদকে।

বর্তমান অধিনায়কের প্রশংসা করে শফিকুর বলেন, ‘অধিনায়ক হিসেবে তাসকিন পারফেক্ট। আমরা তো এই পরিকল্পনা করেই করেছিলাম। অর্ধেক করবে (একজন), এক জায়গায় যাব, আরেকজন অর্ধেক করে শেষ করবে। সবার সঙ্গে কথা বলেই ক্যাপ্টেন্সি পরিবর্তন করেছিলাম। কী করলে ভালো হয়। আমরা করেছি এবং সফলও হয়েছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ