রাজশাহীর পবার দর্শনপাড়া ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী অথ বছরের জন্য সম্ভাব্য বাজেট ৪৫ লাখ ৬০ হাজার ৪০৩ টাকা ঘোষণা করা হয়।
ইউপি’র চেয়ারম্যান শাহাদত হোসেন সাব্বিরের সভাপতিত্বে অতিথি ছিলেন রাজশাহী জেলা সদস্য ও সাবেক চেয়ারম্যান মো. আবু বাক্কার। বক্তব্য রাখেন তেতুলাডাঙ্গা মাদ্রাসার সুপার মো. আক্কাস আলী। বাজেট উপস্থাপন করেন ইউপি’র সচিব আব্দুল্লাহ হেল কাফি।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি’র সদস্য আলাউদ্দিন, মাহতাব উদ্দিন, মামুনুর রশিদ, মেরাজ উদ্দিন সরদার, মোজাম্মেল হক, তোফাজ্জল হোসেন, আজাদ আলী, রহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ঝরনা বেগম, সুকিলা বেগম, রাশেদ খাতুনসহ এলাকার শিক্ষক, ইমাম ও বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।