February 9, 2025, 8:33 am

ন্যায় বিচার নিশ্চিতে আইনজীবীদের সর্বোচ্চ সহযোগিতার আহ্বান

সংবাদ 24 ঘন্টা :
ন্যায় বিচার নিশ্চিতে আইনজীবীদের সর্বোচ্চ সহযোগিতার আহ্বান

দেশের মানুষ যেন ন্যায় বিচার পায় সেজন্য আইনজীবীদের সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মঙ্গলবার (১৩ জুন) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান আবু মোহাম্মদ আমিন উদ্দিনের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, আইনজীবীরা সমাজের অত্যন্ত সচেতন নাগরিক। বার ও বেঞ্চের সমন্বয়ের মাধ্যমেই ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব।
তিনি বার কাউন্সিলের প্রত্যেক সদস্যকে তাদের প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন।

তিনি বলেন, যোগ্য ও মেধাবীরাই যেন বার কাউন্সিলের সদস্য হতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। কেননা এর ফলে বিচার বিভাগ সুফল ভোগ করবে। বার কাউন্সিলকে আইনজীবীদের পার্লামেন্ট উল্লেখ করে এই কাউন্সিলের উন্নয়নে সার্বিক সহযোগিতার ও আশ্বাস দেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশ বার কাউন্সিলের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, তারা বার কাউন্সিলের উন্নয়নে প্রধানমন্ত্রী ও বর্তমান সরকারের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

প্রতিনিধি দল করোনাকালে আইনজীবীদের জন্য গৃহীত সহায়তার কথাও কৃতজ্ঞতার সঙ্গে তুলে ধরেন। এসময় বঙ্গভবনের সচিবরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ