রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রতিক পাওয়ার পর থেকেই রাসিক এর কয়েকটি পাড়া মহল্লায় রক্তক্ষয়ী সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া,অগ্নিসংযোগসহ বিভিন্ন রকম ভাবে প্রতিপক্ষকে টেনে নিচে নামাতে কোন দিক ভাবছেন না প্রার্থীরা।
তবে এবার হেতেমখাঁ ১০ নং ওয়ার্ডে কাউন্সিলর আব্বাস আলী সরদারগত ১০জুন রিটানিং অফিসার বরাবর এক ভিন্ন অভিযোগ নিয়ে হাজির। রিটানিং অফিসার বরাবর আব্বাসের দেওয়া অভিযোগে লেখা আছে,আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩-এ ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে টিফিন ক্যারিয়ার প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। অত্র ১০ নম্বর ওয়ার্ডের ঠেলাগাড়ী প্রতিকের কাউন্সিলর পদপ্রার্থী ও তার কিছু উশৃংখল কর্মীরা প্রায়ই ওয়ার্ডের বিভিন্ন স্থানে টাংগানো পোস্টার ছিড়ে দিচ্ছে এবং পোস্টার খুলে ফেলে মির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের অপচেষ্টা করিতেছে।
অত্র ওয়ার্ডের ঠেলাগাড়ী প্রতীকের কাউন্সিলর প্রার্থী নির্বাচনী আচারণ বিধি অনুযায়ী ভোটারগনকে কোনরূপ পানীয় বা খাদ্য পরিবেশন করা যাবে না জানা সত্বেও তাহারা নির্বাচনী ক্যাম্প হেতেম খাঁ স্পোর্টিং ক্লাব ( কাষ্টম এর মোড় ) এ প্রতিদিন রাত্রি বেলায় ভোটারদের বিভিন্ন প্রকারের খাদ্য ও পানীয় পরিবেশন করে আসছেন। যাহা নির্বাচন বিধির সুস্পষ্ট লঙ্ঘন করছেন। এমতাবস্থায় দ্রুত ব্যবস্হা গ্রহন করা একান্ত আবশ্যক ও জরুরী।
এ বিষয়ে অভিযুক্ত রাজ্জাক আহম্মেদ রাজন তার বিরুদ্ধে আনিত অভিযোগ গুলো সম্পূর্ন মিথ্যা । আব্বাসের চেয়ে তার অবস্থান ভালো হওয়াতে আব্বাস তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।