February 11, 2025, 2:54 am

নিজেই নিজেকে ৩ প্রশ্ন করলেন পরীমণি, বললেন প্লিজ ছেড়ে দেন

বিনোদন ডেস্ক :

ঢাকাই সিনেমার হালের সবচেয়ে আলোচিত নাম নায়িকা পরিমণি। যিনি সিনেমার থেকে ব্যক্তিগত কারণেই বেশি আলোচনায় থাকেন। সেই যে ব্যবসায়ী নাসির থেকে শুরু। এরপর যেন চলছেই। সবশেষ হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েও আরেক জল্পনার কেন্দ্রে এই নায়িকা। কারণ পরীর জামিনদার তরুণ গায়ক শেখ সাদীকে নিয়ে উঠেছে প্রেমের গুঞ্জন।

এবার এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বার্তা দিলেন পরিমণি। এসব নিয়ে তিনি যে বেশ বিরক্ত তা বার্তায় স্পষ্ট। এবার নিজেই নিজেকে ছুড়ে দিয়েছেন তিন প্রশ্ন।

বৃহস্পতিবার সকালে এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। যেখানে তিনি লিখেছেন, আজ কোনো এক কারণে নিজেকে নিজের মতো করে অনেকগুলো প্রশ্ন করতে ইচ্ছে করলো আমার। নিজের সাথে কথোপকথন হলো খুব। নিজেকে আক্রমণাত্মক প্রশ্ন করলাম সবগুলোই।

এরপর প্রশ্নগুলো তুলে ধরে পরী লিখেছেন- ১। পরী, আপনি কর্ম জীবনে কি এমন কাজ করেছেন বলে মনে করেন যার জন্য সাধারণ জনগণের আপনাকে নিয়ে এত মাতামাতি?  বা পাশাপাশি গনমাধ্যমে আপনাকে নিয়ে এত সম্প্রচার কেন হয় বলে মনে করেন?

২। আপনার কাজের থেকে লোকে আপনার ব‍্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে কেন পছন্দ করে? ৩। আপনার আগের জেনারেশনের থেকেও যদি আরো একটু আগে চলে যাই, যেমন- শাবানা, ববিতা, কবরী , রজিনা’দের আমলে কি তারা তাদের কাজ নিয়ে যতোটা ফোকাসে থাকতেন ততোটা কি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ফোকাসে থাকতেন?

তিনি লেখেন, নিজেকে থামিয়ে দিলাম এরকম হাজারো প্রশ্নের থেকে। কারণ, জীবনে কখনো কখনও নিজের কর্ম অবস্থানের থেকে খুব বেশি জরুরী হয়ে পড়ে ওই জীবনটা। প্রত্যেকটা জীবনের অধিকার আছে সুন্দর করে বেঁচে থাকার। আমার প্রথম অনুরোধ, প্লিজ এবার একটু ছেড়ে দেন আমাকে। আমার কাজের বাইরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে আর টানাটানি কইরেন না আল্লাহর ওয়াস্তে।

পরীমণি তার স্ট্যাটাসে বলেন, বিশ্বাস করেন, এখানে আমার জীবনটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন। আমার সাকসেসফুল ক্যারিয়ারের থেকেও জরুরী আমার সুস্থ জীবন যাপনের। কারণ আমার বাচ্চাদের আমি একটা সুন্দর সুস্থ জীবন দিতে চাই। আমি আমার বাচ্চাদের মা/একমাত্র অভিভাবক হয়ে তার সর্বোচ্চটা দিতে চাই। যেমন করে হয়তো সব মায়েরাই চায়!

এই নায়িকা লিখেছেন, গত তিন-চারটা মাস আমার জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছি আমি। কেন/কিজন্য সেটার ডেসক্রিপশনটা দেয়ার প্রয়োজন নেই বলে ধরে নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ