February 6, 2025, 12:03 pm

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’

অর্থনীতি ডেস্ক :
মহাখালীতে স্বপ্নর ৩৪১তম আউটলেট Dhaka Post Desk ঢাকা পোস্ট ডেস্ক ০৪ জুন ২০২৩, ১২:৩৭ পিএম google news facebook sharing button messenger sharing button whatsapp sharing button copy sharing button মহাখালীতে স্বপ্নর ৩৪১তম আউটলেট দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এখন রাজধানীর মহাখালীতে। শনিবার (৩ জুন) বিকেল ৩টায় স্বপ্নের নতুন এই আউটলেট উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নের হেড অব রিটেইল অ্যাডমিনিস্ট্রেশন সাইফুল আলম রাসেল, স্বপ্ন’র রিজিওনাল হেড অব অপারেশনস আশরাফুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার অপারেশনস নাসিরুল কবির, হোটেল জাকারিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: জাহাঙ্গীর হোসেন মিয়া, পরিচালক মো. আলী হোসেন মিয়াসহ অনেকে। ADVERTISEMENT স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন এখন দেশের ৫৬টি জেলায়। মহাখালীর নতুন এই আউটলেটে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা নতুন এই আউটলেটে নিয়মিত বাজার করবেন। স্বপ্নর অপারেশনস ডিরেক্টর আবু নাছের জানান, উদ্বোধন উপলক্ষ্যে স্বপ্নর পক্ষ থেকে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও থাকছে নগদ মূল্যছাড়। নতুন আউটলেটের ঠিকানা ADVERTISEMENT হোল্ডিং নং: ৩৫, বীর উত্তম এ কে খন্দকার সড়ক (হোটেল জাকারিয়ার নিচে), মহাখালী, ঢাকা। মহাখালীর আউটলেটের হোম ডেলিভারির জন্য যোগাযোগের নাম্বার: ০১৪০১-১৮৮১২১। এমজে

এখন রাজধানীর মহাখালীতে। শনিবার (৩ জুন) বিকেল ৩টায় স্বপ্নের নতুন এই আউটলেট উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নের হেড অব রিটেইল অ্যাডমিনিস্ট্রেশন সাইফুল আলম রাসেল, স্বপ্ন’র রিজিওনাল হেড অব অপারেশনস আশরাফুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার অপারেশনস নাসিরুল কবির, হোটেল জাকারিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: জাহাঙ্গীর হোসেন মিয়া, পরিচালক মো. আলী হোসেন মিয়াসহ অনেকে।

স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন এখন দেশের ৫৬টি জেলায়। মহাখালীর নতুন এই আউটলেটে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা নতুন এই আউটলেটে নিয়মিত বাজার করবেন।

স্বপ্নর অপারেশনস ডিরেক্টর আবু নাছের জানান, উদ্বোধন উপলক্ষ্যে স্বপ্নর পক্ষ থেকে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও থাকছে নগদ মূল্যছাড়।

নতুন আউটলেটের ঠিকানা :

হোল্ডিং নং: ৩৫, বীর উত্তম এ কে খন্দকার সড়ক (হোটেল জাকারিয়ার নিচে), মহাখালী, ঢাকা। মহাখালীর আউটলেটের হোম ডেলিভারির জন্য যোগাযোগের নাম্বার: ০১৪০১-১৮৮১২১


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ