রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগ এনে সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ।
তারই ধারাবাহিকতায় আজ সোমবার বিকেলে রাজশাহী নগরীর রানীবাজার থেকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের একটি বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে দলীয় এই কর্মসূচিটি নগরীর প্রধান ফটক ঘুরে নগরীর জিরো পয়েন্টে এসে শেষ করেন।
দলীয় এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বোয়ালিয়া পশ্চিম আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক রাজ্জাক আহমেদ রাজন ও ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা।
তবে কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন বোয়ালিয়া পশ্চিম আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক রাজ্জাক আহমেদ রাজন ও তার সাথে থাকা রাজশাহী কলেজের সাবেক ছাত্রনেতা রোকেনুর জ্জামান সরকার তুহিন।
এসময় মহানগর ছাত্রলীগের উপকৃষি সম্পাদক মো: আব্দুল্লাহ আল আবীর সিয়াম ও তার সাথে থাকা কয়েকজন দ্রুত থাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে থাকা চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছে।
এবিষয়ে জানতে চাইলে রাজ্জাক আহমেদ রাজন বলেন আমি দলীয় কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে হেতেম খাঁ সদর হসপিটালের মোড় অতিক্রম করলে আমার সামনে থাকা একটি অটোর সাথে আমার মুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে আমার মোটরসাইকেল থেকে আমি ছিটকে পড়ে যায় এবং আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাওয়ার কারণে আমি উঠে দাড়াতে পারছিলাম না। ঘটনার সময় আমার পেছনে থাকা ছাত্র লীগের কয়েকজন আমাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।
রাজ্জাক আহমেদ রাজন হাসপাতাল থেকে বাড়ি আসলে ১০ নং ওয়ার্ডের অনেকে তার বাড়িতে ভির জমাতে থাকেন,তারা বলেন রাজন সবসময় আমাদের বিপদ-আপদে পাশে থাকেন। যে-কোন সমস্যায় পড়লেও তিনি আমাদের পাশে ছুটে যায়। সে যেন আরও ভালোভাবে আমাদের সেবা করতে পারে তারজন্য আমরা তাকে ওয়ার্ড কাউন্সিলর হিসেবে ভোর্ট করতে বলেছি। সে আমাদের কথায় ভোর্ট করছেন। তবে ভোর্টের আগে এমন একটি ঘটনা খুবই দুঃখজনক। আমরা রাজনের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের সেবায় নিয়জিত রাখে।