রাজশাহীর চারঘাট উপজেলায় পরীক্ষা শেষে নিখোঁজ হয় এক এসএসসি পরীক্ষার্থী। মঙ্গলবার সকালে ডাকরা উচ্চ বিদ্যালয়ে কৃষি ব্যবহারিক পরীক্ষা দিতে আসে ওই শিক্ষার্থী। পরীক্ষা শেষে সে বাড়িতে ফেরেনি। এ ঘটনার পর তিন দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার খোঁজ মেলেনি।
এদিকে ছেলে নিখোঁজের ঘটনায় বুধবার সকালে চারঘাট মডেল থানায় চক গওরাঁ গ্রামের আক্কাস আলীর ছেলে মানিক আলীকে অভিযুক্ত করে অপহরণের অভিযোগ করেছেন ওই শিক্ষার্থীর বাবা। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
নিখোঁজ পরীক্ষার্থীর সহপাঠী জানায়, পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার সময় তারা একসঙ্গে ফিরছিল। এ সময় একটি মোটরসাইকেলে দুই যুবক এসে একটু দূরে দাঁড়ায়। তারা ওই শিক্ষার্থীকে ডাক দিয়ে আড়ালে নিয়ে যায়। এরপর সে ফিরতে চাইলেও এক যুবক তার হাত ধরে টেনে নিয়ে যায়।
শিক্ষার্থীর মা বলেন, পাশের গ্রামের মানিক আমার মেয়েকে জোর করে তুলে নিয়ে গেছে। থানায় লিখিত অভিযোগ দিয়েছি। স্থানীয় মেম্বার-চেয়ারম্যানের কাছে বারবার যাচ্ছি। কিন্তু মেয়েকে পাচ্ছি না।
স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা মানিক আলীর বাড়ি যাই। কিন্তু বাড়ির লোকজন আমাদের গালাগাল করে বের করে দিয়েছে। মানিক আগেও দুটি মেয়েকে বাড়িতে তুলে এনে জোর করে বিয়ে করেছিল। এক মাস রেখে বের করে দিয়েছে। তার বিরুদ্ধে আগেরও মামলা চলমান।
এ বিষয়ে কথা বলতে মানিক আলীর বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে মানিকের মা বলেন, আমার ছেলে কোনো মেয়েকে বাড়িতে আনেনি। লোকজন মিথ্যা অভিযোগ দিচ্ছে।
এ বিষয়ে চারঘাট মডেল থানার ওসি মাহবুবুল আলম বলেন, শিক্ষার্থীকে উদ্ধারে মানিকের বাড়িসহ কয়েক জায়গায় অভিযান চালানো হয়েছে। তাকে পাওয়া যায়নি। মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে।