February 6, 2025, 1:01 pm

টিকিট বাতিল করল পাকিস্তান, অপেক্ষায় বাংলাদেশের রেফারিরা

ক্রীড়া ডেস্ক :
টিকিট বাতিল করল পাকিস্তান, অপেক্ষায় বাংলাদেশের রেফারিরা

বুধবার ভারতের ব্যাঙ্গালুরুতে শুরু হবে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশীপ। ফিফা-এএফসির নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর ৪৮ ঘন্টা আগেই অংশগ্রহণকারী দলগুলোকে ভেন্যুর শহরে উপস্থিত থাকতে হয়। আগামীকালের মধ্যে সকল দল উপস্থিত থাকতে পারলেও পাকিস্তানের পক্ষে সম্ভবপর হবে না। কারণ পাকিস্তান এখনো ভারতের ভিসা পায়নি।

পাকিস্তান দলের আজ মরিশাস থেকে ভারতে যাওয়ার বিমান টিকিট কাটা ছিল। ভিসা না হওয়ায় সেই বিমান টিকিট বাতিল করেছে। তাই পাকিস্তান দল নিয়ে আবার কপালে চিন্তার ভাজ সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালের, ‘পাকিস্তান আজ ভিসা পায়নি ফলে আজকের টিকিট বাতিল করেছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এ নিয়ে কাজ করছে। কালকের মধ্যে পাকিস্তান দলের ভিসা পাওয়ার আশ্বাস দিয়েছে তারা।’ কাল ভিসা পেলেও পুরো দলের একই ফ্লাইটে টিকিট নিশ্চিত করা বেশ কষ্টসাধ্য। টিকিটের ব্যাপারেও অল ইন্ডিয়া ফুটল ফেডারেশন কাজ করছে বলে জানা গেছে।

পাকিস্তান টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে পড়েছে। ২১ জুন টুর্নামেন্টের প্রথম ম্যাচেই উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বির ভারত-পাকিস্তান ম্যাচ। আগামীকাল ভিসা না পেলে পাকিস্তানের টুর্নামেন্টে অংশগ্রহণ অনিশ্চয়তার মধ্যে পড়বে। ভিসা, টিকিট সব কিছু কালকের মধ্যে মেলাতে পারলে টুর্নামেন্টের আগের দিন শুধু অনুশীলনের সুযোগ পাবে। ক্রিকেটের মতো ফুটবলেও দুই দলের লড়াই নিয়ে চলছে আলোচনা।

পাকিস্তান ফুটবল দলের মতোই অবস্থা হয়েছে বাংলাদেশের রেফারিদের। আগামীকাল ব্যাঙ্গালুরুর টিকিট কাটা ছিল সাফে মনোনীত হওয়া বাংলাদেশের দুই রেফারির। দুই রেফারি আজ পাসপোর্ট সংগ্রহের জন্য ভিসা সেন্টারে অনেকক্ষণ অপেক্ষা করে ফেরত এসেছেন। পাকিস্তানের রেফারিও ভিসা না পাওয়ায় আরেকটি সংকট তৈরি হয়েছে, ‘রেফারিরা আজ ভিসা পায়নি। আগামীকাল পেলেও ২১ জুনের আগে যেতে পারবেন। এর বেশি দেরি হলে আবার সমস্যা’ বলেন সাফ সম্পাদক।

দক্ষিণ এশিয়ার ফুটবল ফেডারেশনের কার্যালয় এখন ঢাকায়। সাফ সচিবালয়ে নেপালী, ভূটানীদের সঙ্গে বাংলাদেশিও রয়েছেন। সাফের কম্পিটিশন ম্যানেজার বাংলাদেশি। টুর্নামেন্ট শুরুর মাত্র দিন তিনেক বাকি। ভিসা না পাওয়ায় কম্পিটিশন ম্যানেজার এখনো ঢাকায়। ভূটানী ও নেপালীরা ভারতে অন অ্যারাইভাল ভিসা পাওয়ায় সাফ সচিবালয়ের অন্য বিভাগে কাজ করা দুই নেপালী, ভুটানীকে আজ ভারতে পাঠানো হয়েছে টুর্নামেন্টের কাজে।

বাংলাদেশ ফুটবল দল কম্বোডিয়া যাওয়ার আগে ভারতীয় ভিসা সংগ্রহ করেছে। আজ ভারতের ব্যাঙ্গালুরুতে প্রথম অনুশীলন সেশন করেছেন জামালরা। বাংলাদেশ থেকে সাফ কাভার করতে আগ্রহী সাংবাদিকরাও রয়েছেন ভিসার অপেক্ষায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ