February 9, 2025, 7:19 am

‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৪তম জন্মবার্ষিকী পালন

জি.আর রনক :
‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৪তম জন্মবার্ষিকী পালন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষীকি পালন (২০২৩) উপলক্ষে আনন্দ র‌্যালি করেছে রাজশাহী সরকারী মহিলা কলেজ। সেই সাথে আলোচনা সভা , পুরস্কার বিতরণি ও সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৫.০৫.২৩) সকাল ১০:০০ টায় কলেজ প্রাঙ্গনে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন। সকাল ১০:২০ মিনিটে কলেজের নতুন মিলনায়তন কক্ষে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, বিসিএস এডুকেশন ক্যাডার্স কাউন্সিল-এর সম্পাদক জনাব মোঃ তোফাজ্জল হোসেন মোল্লাসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সকল শিক্ষকবৃন্দ, কর্মচারি এবং ছাত্রীরা।

জন্মজয়ন্তীর আলোচনায় প্রধান আলোচক ‍ হিসেবে ছিলেন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ আকতারুজ্জামান শেখ। উপাধ্যক্ষ তাঁর আলোচনায় নজরুলের শ্যামা সংগীত ও গজল রচনার উদাহরণ দিয়ে তাঁকে অসাম্প্রদায়িকতার অনন্য সংযোজন বলে উল্লেখ করেন। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা নজরুলের বহুমাত্রিক রচনার উল্লেখ করে আজকের পৃথিবীতেও তাঁর প্রাসঙ্গিকতার উপরে জোর দেন।

এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ