মুকিত ইসলাম শুভ : রাজশাহী কলেজ মুসলিম হলের তিন ব্লকে(এ-এফ ও বি ব্লকে) সাধারণ ছাত্রদের খেলাধুলার জন্য ক্যারাম উপহার ও ছাত্রদের জ্ঞান আহরণের জন্য সংবাদপত্রের ব্যবস্থা করে দিয়েছেন রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি,মেধাবী ও কর্মীবান্ধব ছাত্রনেতা রাশিক দত্ত। তিনি দির্ঘ কয়েকবছর থেকে সাধারন ছাত্র/ছাত্রী,ছাত্রলীগ নেতা-কর্মী ও অসহায় মানুষের পাশে সবসময় সবার আগে ছুটে যান,কোন অসহায় ব্যক্তির পাশে কেউ কথা বলার আগেই কথা বলা, সুবিধা বঞ্চিত অসহায়দের মাঝে সেহেরি বিতরণ, শীতার্ত অসহায় ও ছিন্ন মানুষের উষ্ণতা দিতে শীতবস্ত্র বিতরণ,কর্মহীন নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী এবং সবজি বিতরণ,দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া ও আবাসানের ব্যবস্থাকরাসহ নানামুখি সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। এই ছাত্রনেতা সব সময় তার ভালো কাজের মাধ্যমে নিজেকে তুলে ধরে রাজশাহীতে আলোচনার শির্ষে ও সাধারন ছাত্র/ছাত্রী ও দলীয় কর্মীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। রাজশাহীর তরুন ছাত্রসমাজের মাঝে।
রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাশিক দত্ত সবসময় সাধারণ ছাত্র ছাত্রীর যৌক্তিক আন্দোলনে তাদের পাশে থেকে অন্যায়ের বিরুদ্ধে একমত ঘোষণা করে আসছেন।এছাড়া মানবিক কাজে সবার আগে এই ছাত্রনেতা কে রাজপথে বা ক্যাম্পাসে পাওয়া যায়।