চাঁপাইনবাবগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে এক শিশু নিহত হয়েছে।জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর বেয়াড়াপাড়া এলাকায় সোমবার বেলা সাড়ে ১১টার দিকে অটোরিকশাকে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস। তাতে অটোরিকশায় থাকা শিশু আতিয়া ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
নিহত আতিয়া গোলাপের হাট এলাকার আব্দুর রকিবের সাড়ে চার বছর বয়সী মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন।
ওসি সাজ্জাদ হোসেন আরও জানান, পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হবে।