চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর খাইরুল আলম জেম কে কুপিয়ে হত্যাকান্ডে জড়িত পাঁচ জন আসামীকে গ্রেফতার করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডের থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে যৌথ আভিযানিক দল।
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানাধীন উদয়ন মোড়ে গত বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যার সময় কতিপয় দুর্বৃত্তরা খাইরুল আলম জেমের শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে আহত অবস্থায় তাকে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক জেমকে মৃত ঘোষণা করেন।
শনিবার (২২ এপ্রিল) সদর মডেল থানায় খাইরুল আলম জেম এর বড় ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
জেলা পুলিশ সুপারের সার্বিক তত্বাবধানে হত্যাকান্ড ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেফতারের জন্য থানা পুলিশ ও ডিবি পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে জড়িত আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয় পৌর এলাকার মিলকি বাগানপাড়া মহল্লার আলতাব হোসেনের ছেলে মেজবাউল হক টুটুল, মসজিদপাড়া মহল্লার মৃত মোয়াজ্জেম এর ছেলে মোঃ মাসুদ রানা, একই মহল্লার মৃত আনোয়ার হোসেনের ছেলে মোঃ দাউদ ইব্রাহিম, হুজরাপুর রেলবাগান মহল্লার রিয়াজ উদ্দিনের ছেলে মোঃ শামীম রেজা, প্রান্তিকপাড়া মহল্লার সানাউল হকের ছেলে মোঃ মিলন হোসেন।
তাদেরকে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। হত্যাকান্ডে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে বলে জানান জেলা পুলিশ।