February 9, 2025, 8:51 am

ঘূর্ণিঝড় মোখা : যেসব নম্বরে কল করলে সেবা দেবে পুলিশ

সংবাদ 24 ঘন্টা :
ঘূর্ণিঝড় মোখা : যেসব নম্বরে কল করলে সেবা দেবে পুলিশ

দেশের উপকূলীয় এলাকাগুলোতে আঘাত হানতে যাচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা। এ ঘূর্ণিঝড়কে মোকাবিলায় একযোগে কাজ করছে দেশের বিভিন্ন সরকারি সংস্থা ও বাহিনী। এরই অংশ হিসেবে দুর্যোগ মোকাবিলায় এগিয়ে এসেছে পুলিশ সদরদপ্তর।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পাশাপাশি আরও দুইটি নম্বরে যোগাযোগ করে সেবা নিতে অনুরোধ জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

শনিবার (১২ মে) রাতে এক ক্ষুদে বার্তার মাধ্যমে এই অনুরোধ জানানো হয়েছে।

পুলিশ সদরদপ্তর জানায়, ঘূর্ণিঝড় মোখা সংক্রান্ত সেবা পেতে পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুমে ০১৩২০০০১৩০০, ০১৩২০০০১২৯৯ নম্বরে অথবা নিকটস্থ থানা যোগাযোগের অনুরোধ করা হচ্ছে। এছাড়া জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ ফোন করেও সেবা নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ