ঘুষের ৫০ হাজার টাকাসহ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) শরীয়তপুরের উপ-ব্যবস্থাপক মনির হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) শরীয়তপুরে তার নিজ কার্যালয় থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। দুদক সচিব মো. মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সচিব বলেন, বিসিক শিল্পনগরী শরীয়তপুরের মেসার্স ঢালী মিনারেল ওয়াটারের নাম ও উপখাত পরিবর্তনের জন্য আবেদনটি বিসিক চেয়ারম্যানের অফিসে পাঠানোর করার জন্য অনৈতিকভাবে উপ-ব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেন ১ লাখ ২৫ হাজার টাকার ঘুষ দাবি করেন। দাবি করা ঘুষের ৫০ হাজার টাকা গ্রহণের সময় হাতেনাতে গ্রেপ্তার করে।
দুদক সূত্রে জানা যায়, বিসিক শিল্পনগরী শরীয়তপুরের মেসার্স ঢালী মিনারেল ওয়াটারের প্লট নং এ-০৭ জমির পরিমাণ ৪৫০০ বর্গফুট প্লটটি বাতিল করা হলে বিসিক প্লট বরাদ্দ নীতিমালা ২০১০ অনুযায়ী প্লট বাতিল আদেশ প্রত্যাহার করার জন্য বিসিক চেয়ারম্যানের বরাবর আবেদন করা হয়। আম-মোক্তারনামামুলে ক্ষমতাপ্রাপ্ত এসকেন্দার ঢালী মেসার্স ঢালী মিনারেল ওয়াটারের নাম ও উপখাত পরিবর্তনের জন্য আবেদন করা হয়।
আবেদনটি উপ-ব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেন বিসিক চেয়ারম্যানের অফিসে পাঠানোর জন্য অনৈতিকভাবে ১ লাখ ২৫ হাজার টাকার ঘুষ দাবি করেন। এর মধ্যে ঘুষের ৫০ হাজার গ্রহণের সময় হাতেনাতে আটক করে দুদকের একটি টিম।
দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে। মাদারীপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আতিকুর রহমান তদারকিকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।