এলাকায় গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নূর ইসলাম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৩ কে সামনে রেখে জমে উঠেছে নড়াইল ২ আসনের প্রচারনার কার্যক্রম। ইতোমধ্যে নড়াইল ২ আসনের যে সমস্ত প্রতিযোগিতার নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে প্রচার-প্রচারণায় এগিয়ে আছেন এগিয়ে আছেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান নুর ইসলাম। আসনের অলিতে-গলিতে রঙিন পোস্টার ব্যানারে সুসজ্জিত হয়েছে নড়াইল ২।
সন্ত্রাস, দুর্নীতি,ভূমিদস্য ও মাদকমুক্ত নড়াইল গড়ে রাজনীতিবিদদের হাতে রাজনীতি ফিরিয়ে দেয়ার প্রত্যয় এগিয়ে যাচ্ছেন বলে জানান জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান। এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মত বিনিময় করে জানা যায় নেতৃত্বের পরিবর্তন চায় নড়াইলবাসী।
এ বিষয়ে জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যানের নিকট মতামত জানতে চাইলে তিনি বলেন,মাশরাফিকে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান করেদিলে একদিকে তার মেধার বিকাশ ঘটবে অপর দিকে নড়াইল ২ আসনটি ফাকা হবে।ফলে ত্যাগী নেতাদের মধ্য থেকে মনোনয়ন দিলে রাজনীতিবিদদের মধ্যে রাজনীতি ফিরে আসবে ফলে নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যতা ফিরে আসবে।দলের অবস্থান ও মজবুত হবে।দলীয় মনোনয়নের ক্ষেত্রেও তিনি পূর্ণ আশাবাদী বলে জানান।