নাটোরের বড়াইগ্রামের জোনাইল ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামে আকস্মিক অগ্নিকাণ্ডে চারটি গরু পুড়ে মারা গেছে। এতে আরও একটি গরু দগ্ধ হয়েছে।
রোববার মধ্য রাতে এ ঘটনা ঘটে। মশা তাড়ানোর জন্য গোয়াল ঘরে দেওয়া কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, চরগোবিন্দপুর গ্রামের মাদ্রাসা শিক্ষক আবুল কাশেম শেখের বাড়িতে সবাই ঘুমিয়ে পড়লে মধ্যরাতে মশা তাড়ানোর
কয়েল থেকে গোয়াল ঘরে আগুন লাগে। ঘরটির অর্ধেক অংশজুড়ে শুকনা পাঠকাঠি থাকায় আগুন তীব্র আকার ধারণ করে। একপর্যায়ে গরুর ডাকাডাকিতে বুঝতে পেরে তাদের
ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভান; কিন্তু তার আগেই ঘরে থাকা পাঁচটি গরু দগ্ধ হয়। চারটি ঘটনাস্থলেই মারা যায়।