রাজধানীর বঙ্গবাজার অগ্নিকাণ্ডের প্রায় দশ ঘণ্টা পার হলেও এখনো কিছু জায়গায় আগুন দেখা গেছে। বিশেষ করে কাপড় মার্কেটের ধ্বংসাবশেষের বিভিন্ন স্থানে আগুন জ্বলছে। এছাড়া এনেক্সকো ভবনের পূর্ব দিকে আগুনের তীব্রতা এখনো চোখে পড়ার মতো। তবে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটানো অব্যাহত রেখেছেন।
মঙ্গলবার (৪ এপ্রিল) বিকাল সাড়ে তিনটার দিকে সরেজমিনে দেখা যায়, পুড়ে যাওয়া মার্কেটের ভেতরের বিভিন্ন স্থানে এখনো আগুন জ্বলছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস।
তবে ফায়ার সার্ভিস কর্মকর্তারা দাবি করছেন, আগুন পুরোপুরি নেভানো না গেলেও নিয়ন্ত্রণ করা গেছে।
ভয়াবহ এ অগ্নিকাণ্ডে বঙ্গবাজারের টিনশেড মার্কেটটি ধ্বংস্তুপে পরিণত হয়েছে। আর এনেক্সকো ভবনটিকে যেন চেনার উপায় নেই। কাপড়ের মার্কেট ও এনেক্সকো ভবনে আগুনের তীব্রতা কমে গেলেও পুরোপুরি নির্বাপণ সম্ভব হয়নি।
আগুন নেভাতে ঘটনাস্থলের উভয় দিক থেকে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। আর সার্বক্ষণিক পানির যোগান দিচ্ছে ঢাকা ওয়াসা।
এ বিষয়ে ফায়ার সার্ভিস কর্মী সিদ্দিক ঢাকা পোস্টকে বলেন, ভেতরে এখনো কিছু জায়গায় আগুন জ্বলছে। সেগুলো নেভানোর জন্য আমরা পানি ছিটিয়ে যাচ্ছি।
এর আগে মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে সেনা, নৌ, বিমান এবং বিজিবিসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।