বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন ও থানা পুলিশ যৌথ ভাবে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে সোপর্দ করে। পরে বেনাপোল পোর্ট থানা পুলিশ আইনি সহায়তা দেয়ার জন্য তাদের গ্রহণ করে। অবৈধ অনুপ্রবেশ ও অবৈধ ভাবে সেখানে কাজ করবার অপরাধে পুলিশ তাদের আটক করেছিল।
ফেরত আসা যুবকেরা হলেন- আরিফ মোল্লা (২৭), কোরবান আলী (৩৫), পান্নু মোল্লা (৩৮), সোলাইমান (৩০), শরিফ (২৪), সাইফুল ইসলাম (২৪), ইয়াছিন শেখ (২৪), নজিবুল ইসলাম (২২), সুমন্ত মণ্ডল (২৩) ও সোহেল হাওলাদার (২৬)। এরা রাজবাড়ি, বগুড়া, নড়াইল, গোপালগঞ্জ ও রাজশাহী জেলার বাসিন্দা।
বেনাপোল পোর্ট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নাঈমউদ্দীন সুজন জানান, ভাল কাজের আশ্বাসে এসব যুবকেরা ভারতে পাচারের শিকার হয়। পরে তামিলনাড়ুর একটি পোশাক কারখানায় অবৈধ ভাবে কাজ করছিলেন। শত্রুতা করে তাদের পুলিশের হাতে ধরিয়ে দেয় গার্মেন্টসের অন্য শ্রমিকরা। পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। সেখানে এক বছর কারাভোগ শেষে তারা সরকারের সহযোগিতায় বাড়ি ফেরার সুযোগ পায়। পরে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ভারত ও বাংলাদেশ সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরত আসে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে সোপর্দ করা হবে।