February 9, 2025, 8:52 am

কর্ণাটক সফরে ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নের ঘটনা

সংবাদ ২৪ঘন্টা আন্তর্জাতিক ডেস্ক :
কর্ণাটক সফরে ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নের ঘটনা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা বৃহস্পতিবার কর্ণাটকের হুবলিতে তার রোডশো চলার সময় বিঘ্নিত হয়। একটি কিশোরবয়সী ছেলে হঠাত্ মোদির গাড়ির দিকে ঝাঁপিয়ে পড়ে তাকে ছোঁয়ার দূরত্বে চলে আসতে সক্ষম হয়েছিল।
শেষ মুহূর্তে মালা হাতে থাকা ছেলেটিকে সরিয়ে দেয় প্রধানমন্ত্রীর স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) সদস্যরা। ছেলেটি দৃশ্যত প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোরই চেষ্টা করছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি জিপ ধরনের গাড়ির দরজা খুলে পাদানিতে দাঁড়িয়ে জনতার উদ্দেশ্যে হাত নাড়ছিলেন। এসপিজি সদস্যরা ছেলেটিকে সঙ্গে সঙ্গে আটকে দেন। তবে প্রধানমন্ত্রীকে মালাটি গ্রহণ করে একজন নিরাপত্তা কর্মকর্তার হাতে তুলে দিতে দেখা যায়।
১০/১১ বছর বয়সী ছেলেটি কীভাবে এমন একটি কঠিন নিরাপত্তাধীন এলাকায় প্রধানমন্ত্রীর এত কাছাকাছি যেতে পেরেছিল তা তাত্ক্ষণিকভাবে বোঝা যায়নি। শত শত স্লোগান দেওয়া সমর্থক বিমানবন্দর থেকে রাস্তার পাশে সারিবেঁধে দাঁড়িয়ে থাকলেও তারা ছিল ব্যারিকেডের পেছনে।
ভারতের প্রধানমন্ত্রীর জন্য পাঁচ স্তরের নিরাপত্তা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বাইরের স্তরের নিরাপত্তার দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য পুলিশের।
মোদি ২৯তম জাতীয় যুব উত্সবের উদ্বোধন করতে বিমানবন্দর থেকে রেলওয়ে স্পোর্টস গ্রাউন্ড পর্যন্ত যাওয়ার সময় ওই রোড শো করছিলেন।
গত বছরও একবার পাঞ্জাব সফরের সময় ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তা ভঙ্গ হয়েছিল। ২০২২ সালের ৫ জানুয়ারি একটি নির্বাচনী জনসভার জন্য ফিরোজপুরে যাওয়ার সময় বিক্ষোভকারী কৃষকদের অবরোধের কারণে প্রধানমন্ত্রীর গাড়িবহর ফ্লাইওভারে ২০ মিনিটের জন্য আটকা পড়ে।
সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ