চাঁপাইনবাবগঞ্জে মনিরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৯ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।মনিরুল সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর বাবলাবোনা গ্রামের খান মোহাম্মদ গুদোড়ের ছেলে।
স্থানীয়রা জানান, মনিরুল রাতে ইংলিশ মোড় থেকে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তার গতিরোধ করা হয়। সাইকেল থেকে নামামাত্রই কয়েকজন দুর্বৃত্ত তার শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাহফুজুল হক চৌধুরী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। কারা, কী কারণে তাকে হত্যা করেছে তা জানতে পুলিশ তদন্ত করছে।