February 6, 2025, 1:17 pm

ওষুধ-কসমেটিকস বিল নিয়ে সাব কমিটি গঠন

সংবাদ 24 ঘন্টা :

‘ওষুধ ও কসমেটিকস বিল ২০২৩’ নিয়ে তিন সদস্যের সাব কমিটি গঠন করেছে সংসদীয় কমিটি। আ.ফ.ম রুহুল হককে সাব কমিটির আহ্বায়ক করা হয়েছে।

বুধবার (২৪ মে) সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম সভা অনুষ্ঠিত হয়ে। বৈঠকে সভাপতিত্ব করেন শেখ ফজলুল করিম সেলিম। বৈঠকে কমিটি সদস্য মুহিবুর রহমান মানিক, মো. আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নূর, রাহগ্রি আলমাহি এরশাদ ও আমিরুল আলম মিলন অংশগ্রহণ করেন।

সভায় ‘ওষুধ ও কসমেটিকস বিল, ২০২৩’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিলটি সংশোধন, পরিশোধন ও পরিমার্জনের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি সাব কমিটি গঠন করা হয়। ওই সাব কমিটির আহ্বায়ক আ.ফ.ম রুহুল হক এবং সদস্য মো. আব্দুল আজিজ ও সৈয়দা জাকিয়া নূর।

বৈঠকে সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়সহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ