ক্রিকেটের আইন প্রণেতা মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্যপদ পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিরল এ সম্মানসূচক সদস্যপদ পেলেন ম্যাশ।
এ বছর এমসিসির আজীবন সদস্যপদ দেওয়া হয়েছে ১৯ জনকে। যেখানে আছেন ৮টি টেস্ট খেলুড়ে দেশের সাবেক খেলোয়াড়রা। ইংল্যান্ড ও ভারতের আছেন সর্বোচ্চ ৫ জন করে ক্রিকেটার।
এমসিসির সম্মানসূচক আজীবন সদস্যপদকে নিজের ক্রিকেট জীবনের অন্যতম বড় প্রাপ্তি মনে করছেন মাশরাফি। নিজের ফেসবুক পেজে এক প্রতিক্রিয়ায় বলেন, এমসিসি’র সম্মানসূচক আজীবন সদস্যপদ পাওয়া আমার ক্রিকেট জীবনের অন্যতম বড় প্রাপ্তি। মহেন্দ্র সিং ধোনি, কেভিন পিটারসেন, যুবরাজ সিং, ডেল স্টেইন, রস টেইলর, ওয়েন মর্গ্যানের মতো গ্রেটদের সঙ্গে এই তালিকায় থাকতে পারা আনন্দের। বাংলাদেশের ক্রিকেটের জন্যও এটি স্বীকৃতি। সবার কাছে দোয়াপ্রার্থী, যেন সামনেও বাংলাদেশ ক্রিকেটের সম্মান ও মর্যাদা ধরে রাখতে পারি।
সাবেক অধিনায়ক ও সতীর্থের এমন অর্জনে শুভেচ্ছা জানালেন টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।