পরিচয় জানানোসহ ধরিয়ে দিতে এক চোরের ছবি প্রকাশ করেছে রাজশাহী মহানগর পুলিশ। তাদের নিজস্ব নিউজ পোটাল ওই চোরের ছবি প্রকাশ করাসহ গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে তাকে ধরিয়ে দিতে আহবান জানানো হয়েছে।
আরএমপি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ এপ্রিল সন্ধ্যা ৬.২০ থেকে ৬.৩৫ টার মধ্যে চন্দ্রিমা থানাধীন ছোট বনগ্রাম পূর্বপাড়া বড় মসজিদ বাইপাস মোড়ে শিফা বাজার নামের একটি দোকানের তালা ভেঙ্গে ৬০ হাজার টাকা চুরি করে ওই চোর। এ সংক্রান্তে আরএমপির চন্দ্রিমা থানায় একটি চুরির মামলা রুজু হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চোর ধরতে ও মামলা সুষ্ঠু তদন্ত এবং বিচারের জন্য প্রদর্শিত ব্যক্তির সন্ধান জানা একান্ত প্রয়োজন। যদি কেউ ওই ব্যক্তির সন্ধান জেনে থাকেন তাহলে আরএমপির চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জের ০১৩২০-০৬১৫৫৫ এই নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।