February 9, 2025, 8:37 am

ঈদযাত্রায় লঞ্চে ধারণক্ষমতার বেশি যাত্রী ওঠালে ব্যবস্থা

সংবাদ 24 ঘন্টা :
ঈদযাত্রায় লঞ্চে ধারণক্ষমতার বেশি যাত্রী ওঠালে ব্যবস্থা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঈদযাত্রায় লঞ্চে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ওঠালে ব্যবস্থা নেওয়া হবে। ঈদযাত্রায় লঞ্চে কোনোভাবেই যেন অতিরিক্ত যাত্রী না নেওয়া হয় সে বিষয়ে ব্যবস্থা নিতে মালিকদেরকে অনুরোধ করা হবে।

রোববার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফেরিঘাট ও নৌঘাটে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে। এছাড়া ঈদের ছুটি শুরু হওয়ার আগেই জুন মাসের ১৫ দিনের বেতন ও ঈদ বোনাস দেওয়ার জন্য গার্মেন্টস মালিকপক্ষকে অনুরোধ করা হয়েছে। যানজট নিরসনে পর্যায়ক্রমে ছুটি দেবেন বলে তারা সম্মত হয়েছেন। শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিয়ে যেন শিল্প এলাকায় উদ্দেশ্যমূলক অস্থিরতা কিংবা

নাশকতা সৃষ্টি না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকবে।

এসময়ে জননিরাপত্তা সচিব মোস্তাফিজুর রহমান ও পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ সব বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ