মৃত্যুর ৪ বছর পর অবশেষে এমিলিয়ানো সালার ট্রান্সফার ফি বাবদ ১৫ মিলিয়ন পাউন্ডের প্রথম ধাপ নঁতেকে পরিশোধ করল কার্ডিফ সিটি। আর্জেন্টাইন ফরোয়ার্ড ২০১৯ সালে ফ্রেঞ্চ ক্লাব নঁতে থেকে ওয়েলসের ক্লাব কার্ডিফে যোগ দিতে যাত্রা পথে প্লেন দুর্ঘটনায় নিহত হন।
যদিও কার্ডিফ এর আগে ট্রান্সফারের প্রথম ধাপ দিতে অস্বীকার করেছিল। যার ফলে ফিফা ক্লাবটিকে ৩ মৌসুমের ট্রান্সফারের নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
তবে এবার ৭ মিলিয়ন পাউন্ড শোধ করা কার্ডিফ আশা করছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে।
গত বছরের আগস্টে কার্ডিফ জানিয়েছিল, ট্রান্সফারের প্রথম ধাপ পরিশোধ না করায় ফিফা নিষেধাজ্ঞা দিয়েছে। সে সময় তারা জানায়, ২০১৯ সালে ইংলিশ চ্যানেলে প্লেন দুর্ঘটনায় নিহত হওয়া ২৮ বছর বয়সী সালা অফিসিয়ালি তাদের কোনো ফুটবলার না।