বাগমারায় আবু তাহের মাস্টার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আবু তাহের মাস্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
বুধবার ভোর ৫ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে স্ত্রী-সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
আবু তাহের মাস্টারের বাড়ি উপজেলার মাড়িয়া ইউনিয়নের যাত্রাগাছি বলিদার পাড়া গ্রামে। তিনি দীর্ঘদিন শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। আবু তাহের মাস্টার ইঞ্জিনিয়ার এনামুল হকের চাচাতো ভাই। আবু তাহের হামিরকুৎসা মাদ্রাসার সাবেক শিক্ষক।
মরহুম আবু তাহের মাস্টারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক।