February 11, 2025, 1:29 am

অস্ত্র ও চাকুতে নয় মদ্যপান করে হাতাহাতির সময় আহত হন যুবলীগ নেতা মানিক

স্টাফ রিপোর্টার :
অস্ত্র ও চাকুতে নয় মদ্যপান করে হাতাহাতির সময় আহত হন যুবলীগ নেতা মানিক

রাজশাহীতে অস্ত্র ও চাকুদিয়ে হামলায় নয় মদ্যপান করে হাতাহাতির সময় আহত হয়েছেন যুবলীগ নেতা আনোয়ার হোসেন মানিক। এছাড়াও বিভিন্ন অনলাইন ও পত্রিকায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতা ও তার সহযোগীদের আগ্নেয়াস্ত্র ও চাকুদিয়ে হামলা করে আনোয়ার হোসেন মানিক আহত হওয়ার ঘটনা সাজিয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তার প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র সম্পাদক তরিকুল ইসলাম তরিক।

তরিক জানান, গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন মেহেরচন্ডি এলাকায় দায়রাপাকের মোড়ে মহানগর যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও রাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারী আনোয়ার হোসেন মানিক মদ্যপানরত অবস্থায় আমার মোটরসাইকেলের গতি রোধ করে। এ সময় তাকে আমার মটরসাইকেলের গতিরোধ করার কারন জিঙ্গেস করলে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে আমার গাড়ি থেকে গাড়ির চাবি নেয়ার চেস্টা করে তখন আমার সাথে মানিকের হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে অত্র এলাকাবাসীরা এসে তাকে থামানোর অনেক চেষ্টা করলে মানিক এলাকাবাসীদেরও গালিগালাজ দেয়া শুরু করে । এ সময় এলাকাবাসীরা আনোয়ার হোসেন মানিককে গণধোলাই দেয় । আর এমন ঘটনাকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য মানিক সাংবাদিকদের কাছে আমার ও আমার বন্ধুমহলের নামে মিথ্য তথ্য দিয়ে সংবাদ প্রচার করাচ্ছে।

তরিকুল ইসলাম তরিক বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে গড়ে ওঠা এক সৈনিক মাত্র। আমার নামে কখনো কোন ছিনতাই ও মাদকের মামলা নেই। শুধুমাত্র একজন মাদকাসক্ত মানিকের কথায় আমার নামে মাদক ও ছিনতায়ের মামলা আছে উল্লেখ করে সাংবাদিক ভায়েরা সংবাদ প্রকাশ করছেন। এখন ডিজিটাল যুগ আপনারা থানায় খোজ নিলেই পারতেন আমার নামে এমন ছিনতাই ও মাদকের কোন মামলা আছে কি না। আর সাংবাদিক ভায়েরা আমার সাথে যাদের নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করছেন তারাও সে সময় আমার সাথে ঘটনাস্থলে ছিলেন না। যা আরএমপির লাগানো সিসিটিভি ক্যামেরা চেক করলেই পরিস্কার হয়ে যাবেন। পরিকল্পিতভাবে ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য আমাদের হয়রানী করতে এমন মিথ্য সংবাদ প্রচার করাচ্ছে আনোয়ার হোসেন মানিক। সাংবাদিক ভাইদের একতরফা নয় প্রকৃত ঘটনা যাচাইপূর্বক সংবাদ প্রকাশের জন্য অনুরোধ জানান তিনি।

এদিকে আহত মানিক এর মোবাইল ফোনে একাধিকবার ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।

মেহেরচণ্ডি এলাকায় দায়রাপাকের মোড়ে ঘটনার বিষয়ে জানতে চাইলে সেখানকার স্থানীয়রা জানান, ঘটনার রাতে মানিক মদ্যপাত অবস্থায় একজনের মটরসাইকেল আটকিয়ে গালিগালাজ করছিলো। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনায় আমরা তাদের ছুটাতে গেলে মানিক আমাদেরও গালিগালাজ করেন। আমরা জোরকরে মানিক ও মটরসাইকেল আরোহীকে সেখানথেকে সরিয়ে নেই। পরে দেখি মানিকের মাথা ফেটে রক্ত বের হচ্ছে। কিসে লেগে তার মাথা ফেচে গেছে তা তারা বলতে পারেননি। তবে সেখানে কোন অস্ত্র বা চাকু দিয়ে মারপিটের ঘটনা দেখেননি বলেও জানান তারা।

এ ব্যাপারে মহানগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, ঘটনাটি শুনেছি। এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ